নতুন রূপে সাজবে মাইথন

0
126

সুদীপ পাল,বর্ধমানঃ

পর্যটন শিল্পতে কর্মসংস্থান করে একদিকে যেমন এলাকার অর্থনীতি উন্নয়নের কথা ভাবছে প্রশাসন অন্যদিকে পর্যটন মানচিত্রে মাইথন একটি উল্লেখযোগ্য জায়গা বলে বিবেচিত হলেও সুযোগ-সুবিধা আরও বাড়িয়ে পর্যটক টানার দিকটিও এক্ষেত্রে উঠে আসছে।

mython | newsfront.co
ছবিঃপ্রতিবেদক

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব নতুন একটি পাঁচতলা ভবন, আধুনিক কটেজ, পাঠাগার থেকে জিমনাসিয়াম মাইথনের পর্যটন আবাসে ভালোভাবে রূপায়ণের জন্য পরিকল্পনা নিয়েছেন। এই আবাস সাজানোর জন্য প্রায় কুড়ি কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা যায়।দুটি পর্যায়ে ভাগ করে কাজ হচ্ছে।

দপ্তরের ইঞ্জিনিয়ারদের পরিকল্পনায় বেসরকারি ঠিকাদার সংস্থা হাতে তুলে দেওয়া হয়েছে এই কাজ।
মাইথনে পর্যটকের সংখ্যা বাড়ছে আবাস সাজানোর দাবি অনেকদিন ধরে উঠছিল। পর্যটনমন্ত্রী তাই এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন বলে জানান। পর্যটন এই আবাসটিতে আধুনিক কটেজ তৈরি হবে। থাকবে কর্মী আবাসন, পাঠাগার, জিম এবং সেইসাথে ছোটদের বিনোদনের জন্য বিভিন্ন ক্রীড়াসামগ্রী।

আরও পড়ুনঃ হেরিটেজের তালিকাভুক্ত নবদ্বীপ ও মায়াপুরের মঠ মন্দির

প্রথম পর্যায়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরনো আবাস খোলা থাকবে। স্থানীয় বাসিন্দাদের আশা, এই উদ্যোগের ফলে পর্যটকের সংখ্যা বাড়বে। তার প্রত্যক্ষ প্রভাব পড়বে এলাকার অর্থনীতিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here