প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের জন্য স্থানীয়ভাবে কাপড়ের মাস্ক তৈরি করা হচ্ছে। জানা গেছে,হাসপাতালের কাছে এক দর্জি এই কাপড়ের মাস্ক তৈরির বরাদ পেয়েছেন। তবে মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ ছিল, তাদের এন-৯৫ মাস্ক সহ করোনা মোকাবিলার কোন সুরক্ষা বলয়ই মজুত নেই হাসপাতালে।
তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পরিষেবা দিতে হচ্ছে। এই অভিযোগ পেতেই স্বাস্থ্যকর্মীদের আতংক দূর করতে, স্থানীয় দর্জিকে দিয়ে কাপড়ের মাস্ক তৈরির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ খুলল হাসপাতাল, বাড়ছে ভিড়
সেই দর্জির তৈরি কাপড়ের মাস্ক পড়েই বর্তমানে মেডিক্যাল কলেজের সুপার থেকে সিকিউরিটি গার্ড এখন ঘুরছেন। যদিও জেলা স্বাস্থ্য দফতরের সূত্রে খবর, যথেষ্ট পরিমান এন-৯৫ মাস্ক জেলায় মজুত রয়েছে।
কিন্তু সেগুলি কেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়নি, তা নিয়ে জেলা স্বাস্থ্য দফতর কোন মন্তব্য করতে চায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584