সামসি কলেজ পরিদর্শনে ন্যাক টিম

0
226

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা:

এই বছর সামসি কলেজের স্বর্ণজয়ন্তী বর্ষ উৎযাপন করা হবে।আবার কলেজে ‘ন‍্যাক’ (NAAC)-এর তিন-সদস্যবিশিষ্ট পরিদর্শক দল কলেজ পরিদর্শন করলেন ৬ ও ৭ নভেম্বরে। প্রসঙ্গত উল্লেখ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানের পরিক্ষা ও বৃদ্ধির জন্য জাতীয় সংস্থা NAAC-এর পরিদর্শক দলের আসার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম দিকে। কিন্তু এবারের ভয়াবহ বন্যায় মালদা জেলার অধিকাংশ ব্লক বন্যায় বিপর্যস্ত হয়ে যায়।ফলে রাস্তাঘাট থেকে গ্রামগঞ্জ ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের দুর্দশার কথা মাথায় রেখে পুজার ছুটির পরে নভেম্বরের প্রথম সপ্তাহে এই পরিদর্শনের জন্য ব্যাঙ্গালোরে অবস্থিত ‘ন‍্যাক’-র ডিরেক্টর এবং তার পূর্বাঞ্চলের উপদেষ্টা বি.এস. পণমুদিরাজকে অনুরোধ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল অহাব।সহানুভুতি সহকারে বিবেচিত হওয়ায় ন‍্যাক এই সময় কলেজ পরিদর্শন করতে আসেন।
‘ন‍্যাক পীয়ার টীম’-র সদস্যগণ ছিলেন ছত্রিশগড়ের অম্বিকাপুর সারগুজা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. রোহিণী প্রসাদ (চেয়ারপার্সন), হায়দ্রাবাদ কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের প্রধান অধ্যাপক আই. রামাব্রহ্মাম, এবং উত্তরপ্রদেশের লালবাহাদুর শাস্ত্রী পি.জি. কলেজের প্রিন্সিপ্যাল ধীরেন্দ্র প্রতাপ সিং। মালদহ জেলার দ্বিতীয় তথা চাঁচল মহকুমায় প্রথম প্রাচীনতম কলেজ সামসি কলেজ।এই মহাকুমায় সামসি কলেজই প্রথম ‘ন‍্যাক পীয়ার টীম’-এর পরিদর্শন করাল।

কলেজের সবুজায়ন এবং সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, মেডিসিন্যাল প্ল্যান্টস, মৎসচাষের পুকুর, ১৪ একর বিশাল জমির উপর পরিকল্পনা ও শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষকদের সংঘবদ্ধ প্রচেষ্টার প্রশংসা করেছেন তাঁরা।দারিদ্র-পীড়িত পিছেয়ে পড়া সংখ্যালঘু ও তফসিলি জাতি, উপজাতি অধুষ্যিত এলাকার ছাত্রছাত্রীদের জন্য নানা সীমাবদ্ধতা সত্বেও শিক্ষার আলো জ্বালানোর উদ্যোগের নানা দিক পর্যালোচনা করেন তাঁরা। পঠনপাঠনের গুণগত মান বাড়াতে গ্রন্থাগারে আরো গবেষণামুলক বই কেনার এবং বিজ্ঞানবিভাগ চালু করার জন্য আরো প্রয়োজনীয় ক্লাসরুম তৈরী এবং ল্যাব তৈরীর পরামর্শ দিয়েছেন ‘ন‍্যাক পীয়ার টীম’।

কলেজের প্রশাসক তথা চাঁচল মহকুমা শাসক দেবাশিস চ্যাটার্জি মহাশয় যেভাবে পরামর্শ ও প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে চলেছেন তাতে কলেজ কর্তৃপক্ষ আপ্লুত। পরিদর্শক দলের সঙ্গেও কলেজ প্রশাসক মিটিং করেন ৬ তারিখ। জেলা প্রশাসকের নির্দেশে কলেজ যাওয়ার ভাঙা রাস্তাটিও অস্থায়ী মেরামত করার ব্যবস্থা করেছিলেন এই পরিদর্শনের দুদিন আগে।
প্রশাসনিক সাহা্য্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল অহাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here