দূর থেকে কোলাকুলি

0
317

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অনেকদিন হয়ে গেল। নিজেদের কথা, পরিজনের কথা, সারা দেশ-পৃথিবীর কথা ভেবে আমরা সকলেই আজ গৃহবন্দি। বন্ধ শুটিং। এমনি সময়ে চরম ব্যস্ততায় দিন কাটে কলাকুশলীদের।

Jaydeep sinha | newsfront.co
জয়দীপ সিনহা।

সেই সময় ছুটির আবেদন করলেও তা পাওয়া যাবে কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা থাকে না। পাওয়াও যায় না বেশিরভাগ সময়ে। আজ তাঁদের জীবনে ছুটির অভাব নেই। ফ্লোর নেই, মেক আপ নেই, কলটাইম মেনে সঠিক সময়ে ফ্লোরে যাওয়ার টেনশন নেই, স্ক্রিপ্ট মুখস্থ করার ঝক্কি নেই। শুধু আছে ছুটি আর ছুটি।

Sourav Chatterjee | newsfront.co
সৌরভ চট্টোপাধ্যায়

কর্মব্যস্ত মানুষদের কি এই জীবন ভাল লাগে? এই পয়লা বৈশাখ ঘিরেও অন্যান্যবার তাঁদের থাকে কত ব্যস্ততা। এবার সেখানেও শিথিলতা। সব থমকে দাঁড়িয়েছে এই ভয়াল এক ব্যাধির কারণে। মন খারাপ তাই সকলের।

Partha sarathi Deb | newsfront.co
পার্থসারথি দেব

আরও পড়ুনঃ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছল ‘দরমিয়া’

লকডাউনে তাই ধারাবাহিক ও থিয়েটার জগতের তারকাদের উদ্দেশ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছেন বাংলা টেলিভিশনের জনাকয়েক পরিচিত মুখ। এক মর্মস্পর্শী ধারাভাষ্যের মাধ্যমে জানানো হয় নববর্ষের শুভেচ্ছা।

Gulshanara | newsfront.co
গুলশনারা

অপরূপ প্রাকৃতিক দৃশ্যের স্থিরচিত্র সহযোগে ধারাভাষ্যে কন্ঠ দিয়েছেন বাংলা টেলিভিশনের কিছু অতি পরিচিত মুখ- পার্থসারথি দেব, সৌরভ চট্টোপাধ্যায়, গুলশনারা, জয়দীপ সিনহা ও সায়ন ঘটক মুখোপাধ্যায়। কন্ঠ সঙ্গীতে রয়েছেন জয়দীপ সিনহা। সম্পাদনায় সায়ন ঘটক মুখোপাধ্যায়।

Sayan Ghatk mukherjee | newsfront.co
সায়ন ঘটক মুখোপাধ্যায়

এই অসময়ে একে অপরকে আলিঙ্গনে বাঁধতেও আজ মানা। তাই শব্দ আর সুরের মেলবন্ধনে এক অন্য কোলাকুলির আস্বাদ পেলেন কলাকুশলীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here