সংক্রমণ এড়াতে ভবঘুরেদের দেখভালের দায়িত্ব নিল পুরসভা

0
139

নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপঃ

প্রাচীন শহর নবদ্বীপ । এই শহরের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে নানা মন্দির। আর সেই মন্দিরকে কেন্দ্র করে ছোট ছোট দোকান থেকে শুরু করে আজ বড় হোটেলের ব্যবসায় নিয়জিত অনেকেই । এক কথায় বলা যেতে পারে নবদ্বীপ মন্দিরকেন্দ্রিক ব্যবসার এটি একটা কেন্দ্র স্থল ।

vagabond | newsfront.co
ভবঘুরেদের সঠিক স্থানে পৌঁছনো।ছবি-প্রতিবেদক

ঠিক এভাবেই মন্দিরকে ঘিরে গ্রাসাচ্ছাদন করেছে হাজার হাজার ভিক্ষুক। যাদের অনেকের নিজস্ব স্থায়ী ঠিকানার কোন বাড়ি ঘর নেই। এই লকডাউনের সময় তারা কোথায় যাবেন?

temple | newsfront.co
ছবি-প্রতিবেদক

আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দিলেন পুরসভার কাউন্সিলররা

এই সমস্যার দিকে তাকিয়ে নবদ্বীপ পুরসভার ভূমিকা বেশ সদর্থক । এখানকার নব নির্মিত মমতালয় নামক একটি আবাস আছে। সেখানে মূলত অসহায় বৃদ্ধবৃদ্ধারা বসবাস করেন। কিন্তু পথে বসবাসকারী ভিক্ষুকদের কথা মাথায় রেখে, এই আবাস কেন্দ্রটি খুলে দেওয়া হয়। এখানে থাকার পাশাপাশি তাদের আহারের ব্যবস্থাও পুরসভার তরফ থেকে করা হচ্ছে ।

vagabonds | newsfront.co
ছবি-প্রতিবেদক

তবে অল্প সংখ্যক পথে বসবাসকারী ভবঘুরেরা, যদিও ওখানে বন্দি থাকাটা মেনে নিতে না পেরেই, তাদের পূর্বের স্থানেই ফিরে গেছে । তবে প্রশাসনিক তরফে যদিও জোরকদমে নজরদারি চালানো হচ্ছে।

police | newsfront.co
পথে পুলিশের রুটমার্চ। ছবি-প্রতিবেদক

পাশাপাশি এই কদিনে সংক্রমণ এড়ানোর জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে এলাকায় স্থানীয় আড্ডাবাজদের রক্ত চক্ষু এড়িয়ে বিভিন্ন জায়গায় জমায়েত সম্পর্কে বেশ কিছু মানুষ স্থানীয় পুলিশকে ব্যবস্থার জন্য সরাসরি জানাচ্ছে ।

আরও পড়ুনঃ দুঃস্থ মানুষদের সহায়তায় এগিয়ে এলো রায়গঞ্জের বেসরকারি সংস্থা

দ্রুত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের সহায়ক হচ্ছে, এই জনচেতনা। আপাতত নবদ্বীপের পুরসভা এবং পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা বেশ প্রশংসনীয় ।

এই ভয়াবহ সংক্রমণ যাতে আর না ছড়ায়, তার জন্য জনগণকে যথেষ্ট কড়া হাতে সামলাচ্ছে পুলিশ প্রশাসন। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here