শ্যামল রায়, নবদ্বীপঃ
বৃহস্পতিবার ছিল লকডাউনের ১১তম দিন। লকডাউন এর প্রাক্কালে বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে ব্যাপক হারে রক্তশূন্যতা দেখা দিয়েছে। ইতিমধ্যে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে রক্ত সংকট চলছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশকে রক্ত সংকট মেটাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং রক্ত দিতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নবদ্বীপের জেনারেল হাসপাতালের সহযোগিতায় ও নবদ্বীপ থানার উদ্যোগে এদিন রক্তদান শিবির হল।
আরও পড়ুনঃ রক্ত সংকট মেটাতে অগ্রণী ভূমিকা পালন পুলিশের
মূলত নবদ্বীপ থানার দোতলা বিল্ডিং-এ এদিন সকালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই দিন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কল্লোল কুমার ঘোষ নিজের রক্ত দিয়ে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন।পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা।
যদিও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কল্লোল কুমার ঘোষ জানিয়েছেন, “লকডাউন মেনে আমাদের সকলকে ভয়ংকার করোণা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে হবে। তবে এর মাঝে বিভিন্ন ব্লাড ব্যাংকে চরম রক্ত সংকট দেখা দিয়েছে তাই আমাদের থানার পুলিশ এবং সিভিকরা মিলে মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584