শ্যামল রায়, নবদ্বীপঃ
চৈতন্য ভূমি নবদ্বীপ শহরে রয়েছে একাধিক মন্দির। এই মন্দিরে অসহায় বৃদ্ধ-বৃদ্ধারা সংকীর্তন নামকীর্তন করে তাদের পেট চলে। বিনামূল্যে প্রসাদ খেয়ে জীবন যাপন করে আসছেন নবদ্বীপে কয়েক হাজার বৃদ্ধ-বৃদ্ধা। সোমবার দেখা গেল নবদ্বীপ শহরের গোবিন্দ মন্দিরে বসে রয়েছেন। ভক্তদের দেখা মিলছে না তাই তাদের কাছে কোন প্রণামী পড়ছে না।
এরকমভাবে নবদ্বীপ পুড়াঘাট রোডে ভজন আশ্রমের সংকীর্তন বন্ধ হয়ে পড়ায় সমস্যার মধ্যে পড়েছেন ঐসকল ভিক্ষুকরা। এই ভজনা আশ্রম এ প্রতিদিন এক হাজার বৃদ্ধ-বৃদ্ধা তারা নাম সংকীর্তনের মধ্যে দিয়ে চাল ডাল আলু এবং বিনামূল্যে প্রসাদ পেয়ে আসছেন। করোনাভাইরাসের জেরে নাম সংকীর্তন বন্ধ হয়ে পড়ায় পেটে টান পড়েছে ঐ সকল অসহায় গরীব বৃদ্ধ বৃদ্ধাদের।
আরও পড়ুনঃ লক ডাউনে, কী করবেন? কী করবেন না?
এদিন দেখা গেল মন্দিরের গেটে দু-একজন ভিখারি হতাশাগ্রস্ত হয়ে বসে রয়েছেন। তারা জানালেন আদৌ তাদের প্রণামী না পড়লে খাওয়া জুটবে না এবং মন্দির থেকে বন্ধ হয়ে গিয়েছে প্রসাদের ব্যবস্থা।
কয়েকটি মন্দিরের কর্তৃপক্ষ জানালেন যে আমাদের এই সমস্ত মঠ-মন্দির চলে বিভিন্ন ভক্তদের আর্থিক সহযোগিতায় কিন্তু কয়েকদিন ধরে করোনাভাইরাসের জেরে অনেকেই আসতে পারছেন না ফলে আমাদের আর্থিক সমস্যা তৈরি হয়ে গিয়েছে তাই বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584