মানবতার অন্ধকারকে আলোকিত করতে অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ‘পাতাল লোক’

0
96

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা-র ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ওয়েব সিরিজের এক ঝলক প্রকাশ্যে এসেছে। কিন্তু অ্যামাজন প্রাইমে আগত এই ওয়েব সিরিজের নাম তখনও প্রকাশ্যে আসেনি।

Patalok | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তাই ওয়েব সিরিজের বিষয়টা স্পষ্ট ছিল না কারোর কাছেই। এবার ২৪শে এপ্রিল ওয়েব সিরিজটির নাম ঘোষণা করল অ্যামাজন প্রাইম ভিডিও। নতুন এই অ্যামাজন অরিজিনাল সিরিজটির নাম ‘পাতাল লোক’। ক্লিন স্লেট ফিল্মস প্রযোজিত, পাতাল লোকের নির্মাতা হিসাবে বিশিষ্ট অভিনেত্রী অনুষ্কা শর্মা ডিজিটাল সূচণা চিহ্নিত করেছেন। ১৫ মে অ্যামাজন প্রাইম ভিডিও-র প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।

স্বর্গ লোক, ধরতি লোক এবং পাতাল লোক-এর প্রাচীণ জগত দ্বারা অনুপ্রাণিত হয়ে গণতন্ত্রের চারটি সম্পদের মধ্যে পারস্পরিক ক্রিয়া উপভোগ করবে ‘পাতাল লোক’।

পূর্বে প্রকাশ্যে আসা এই সিরিজটির ভিডিওটি আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ বিশ্বে উঁকি মারতে দেয় যা পরিচর্যা করে একটি ঘুমন্ত, অন্ধকার এবং বিপজ্জনক পাতাল লোক। একটি পূর্বাভাস বর্ণনার সঙ্গে সংযোজিত, ভিডিওটি মানবতার অন্ধকার দিকে আলোকপাত করে।

আরও পড়ুনঃ এখন শুধু ভরসা টেলিফোন

একেবারে অন্যরকমের একটি গল্প নিয়ে আসতে চলেছে এই ওয়েব সিরিজ। যা এর আগে কখনও হয়নি। রোমাঞ্চকর এই সিরিজ দর্শককে ভাবাবে।

অ্যামাজন অরিজিনাল সিরিজ ‘পাতাল লোক’ প্রাইম ভিডিও ক্যাটালগে বলিউড এবং হলিউডের হাজার হাজার টিভি শো এবং চলচ্চিত্রগুলিতে যোগ দেবে।

এর মধ্যে ভারতীয় প্রযোজিত অ্যামাজন সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘মির্জাপুর’, ‘ইনসাইড এজ’, ‘মেড ইন হেভেন’, ‘টম ক্ল্যান্সি’স জ্যাক রায়ান’, ‘দ্য বয়েজ’, ‘হান্টারস’, ‘ফ্লাইব্যাগ’ এবং ‘দ্য মার্ভেলিয়াস মিসেস মাইসেল’ রয়েছে প্রাইম ভিডিওতে।

এই ওয়েব সিরিজগুলি অ্যামাজন প্রাইম সদস্যরা কোনও অতিরিক্ত ব্যায় ছাড়াই পেতে পারেন। পরিষেবাটি হিন্দি, মারাঠী, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড, মালায়ালাম, পাঞ্জাবি এবং বাংলা ভাষায় পাবেন অ্যামাজন প্রাইমের সদস্যরা।

প্রাইম সদস্যরা অ্যামাজন অরিজিনাল সিরিজ ‘পাতাল লোক’-এর সমস্ত পর্ব দেখতে পারবেন স্মার্ট টিভি, মোবাইল ডিভাইস, ফায়ার টিভি, ফায়ার টিভি স্টিক, ফায়ার ট্যাবলেট, অ্যাপল টিভি, এয়ারটেল, ভোডাফোন ইত্যাদির জন্য প্রাইম ভিডিও অ্যাপটিতে যেকোনও ডিভাইসে এবং যেকোনো জায়গায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here