নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গত কয়েক দিন ধরে মেঘলা আকাশ ছিল আর আজ দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়,আর সেই বৃষ্টির জলে গোটা সব্জির হাট জলে ভরে যায়।
মূলত করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য দেশে ও রাজ্যে লকডাউন চলছে। সেই কারণে ডোমকলের সব্জির হাট ছিল বাজারের ভিতরে। মানুষের মধ্যে দূরত্ব বজায় রাখার মত কোনো পরিস্থিতি নেই ,সেই কারণে পুলিশ প্রশাসন ও বাজার কমিটির সিদ্ধান্তে সব্জি বাজারকে তুলে একটা বড়ো মাঠে অর্থাৎ জনকল্যাণ ময়দানে দূরত্ব বজায় রেখে সব্জির দোকান বসায়।
কিন্তু সেই ময়দানের চারিদিকে বিল্ডিং থাকার কারণে জল নিকাশনের কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আর বৃষ্টি হতেই গোটা মাঠে জলে ভরে যায়। এই বৃষ্টির কারণে অনেক সব্জি দোকানদারের সব্জিই জলে ভেসে যায়। আবার অনেক সব্জি নষ্টও হয়ে যায়।
আরও পড়ুনঃ দেশের সংকটে দুঃস্থদের পাশে বাবাকে নিয়ে হুগলির ক্ষুদে বিজ্ঞানী অভিজ্ঞান
এমনিতে লক ডাউনের ফলে কেনা বেচা অনেক কমে গিয়েছে তার উপরে আবার আজ বৃষ্টির কারণে আরো অনেক ক্ষতি হয়ে গেলো সব্জি ব্যবসায়ীদের।
তবে এই মাঠের জল নিকাসনের ব্যবস্থা করার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয় ব্যবসায়ীদের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584