Covid Vaccine: কোভিড টিকা বিক্রির অভিযোগে ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড

0
67

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

রাজ্যে প্রকাশ্যে এল কোভিড টিকা নিয়ে বড় কেলেঙ্কারির ঘটনা। এবার কোভিড টিকা বিক্রির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। টাকার বিনিময়ে দুয়ারে টিকা পৌঁছে দেওয়ার মতো অভিযোগ উঠে এসেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

Nabanna

শনিবার এই অভিযোগ এসে পৌঁছেছে নবান্নে। বারাসত ১ নং ব্লকের বিএমওএইচ সব্যসাচী রায়ের বিরুদ্ধে অভিযোগ, ছোট জাগুলিয়া এলাকার এয়ারপোর্ট এলাকার বাসিন্দা বৃদ্ধ-বৃদ্ধাকে বাড়ি গিয়ে তিনি ভ্যাকসিন দিয়েছিলেন। তবে বিনামূল্যে নয়। ভ্যাকসিন দেওয়ার পর টাকাও নেন ওই ব্যক্তি।

ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে। যা ঘিরে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, কোভিড টিকা নিয়ে এহেন কেলেঙ্কারির অভিযোগ পেয়েই ওই ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য প্রশাসন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য স্বাস্থ্যসচিবকে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ উপনির্বাচনের দিন ঘোষণার পরই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু

সূত্র মারফৎ জানা যায়, কোভিড টিকা নিয়ে এহেন দুর্নীতির ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৎক্ষণাৎ ওই বিএমওএইচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সোমবারই অভিযুক্ত ওই স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here