হাতির হানায় মৃত ৪৩৪ জনকে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ শুরু নবান্নের

0
207

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম, মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়াতেও হাতির হামলায় মারা গেলে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী। হাতির হামলায় মৃতদের পরিবারের ৪৩৪ জনকে প্রথম দফায় দেওয়া হচ্ছে হোমগার্ডের চাকরি।

nabanna | newsfront.co
ফাইল চিত্র

২০ নভেম্বর বিবৃতি জারি করে জানানো হল, বন দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথম দফায় ৪৩৪ জনের নাম মিলেছে। তাদের হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাতির হামলায় হতদের পরিবারের সদস্যদের নিয়োগ করা হচ্ছে। সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে জলপাইগুড়ি জেলায়। ওই জেলার ৯৬ জন চাকরি পাচ্ছেন।

আরও পড়ুনঃ যোগী রাজ্যে ‘লাভ জিহাদ’ রুখতে ত্বরান্বিত আইন প্রণয়ন প্রক্রিয়া

notice | newsfront.co

আরও পড়ুনঃ বিহার নির্বাচনের পূর্বে ২৮২ কোটি টাকার নির্বাচনী বন্ড ইস্যু করেছে এসবিআই

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন,”হাতির আক্রমণ বেশিরভাগটাই হয় ঝাড়গ্রামে। মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়াতেও হামলা করে হাতি।

উত্তরবঙ্গেও তেমন ঘটনা ঘটে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, হাতির আক্রমণে কেউ মারা গেলে পরিবারের এক সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে। অনেকে এভাবে মারা যায়, তার পরিবারের দিকে ফিরেও তাকায় না। তাঁরা আড়াই লক্ষ টাকা পায়, এবার চাকরিও দেওয়া হবে।” ওই ঘোষণার দেড় মাসের মাথায় নিজের প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here