আমপানের প্রভাবে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট পরিদর্শনে নবান্নের প্রতিনিধিরা

0
34

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

করোনা মোকাবিলায় প্রায় আড়াই মাস ধরে লকডাউনের জেরে বন্ধ গেঁওখালি- নুরপুর,গেঁওখালি- গাদিয়াড়া রায়চক- কুঁকড়াহাটি ফেরি সার্ভিস। এরপর চলতি মাসের প্রথম থেকে ফেরি চলাচলের অনুমতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু কাল হয়ে দাঁড়ায় সুপার সাইক্লোন “আমপান”।

nabanna team | newsfront.co
নিজস্ব চিত্র

ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ফেরিঘাট একেবারে বিপজ্জনক হয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর যদিও একদিন ফেরি চলাচল চালু হয়েছিল কিন্তু এরপর ফেরিঘাটের অবস্থা বিপজ্জনক হওয়ার জন্য ফের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ করোনা যুদ্ধ জয়ী হয়ে বাড়িতে ৩০ জন

এরপর বুধবার ফেরিঘাট পরিদর্শনে আসেন নবান্নের তিন জনের প্রতিনিধিদল। এদিন দুপুরে গেঁওখালি ফেরি ঘাট পরিদর্শন করতে আসেন কুন্দন চান্ডা, অরুন দে ও মানবেন্দ্র ভট্টাচার্য। এদিন নবান্নের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন আর টি ও সজল অধিকারি, মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহ- সভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। নবান্নের তিন প্রতিনিধিরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এদিন সজলবাবু জানান, ‘প্রতিনিধি দল ফেরিঘাটের পরিস্থিতি খতিয়ে দেখে কয়েকদিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট পাওয়ার পর ফেরি সার্ভিস কবে থেকে চালু করা হবে যাত্রীদের তা জানানো হবে। আশা করা যায় গেঁওখালী – নুরপুর ফেরি সার্ভিস আগামী সপ্তাহের প্রথমের দিক থেকে খুলে যাবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here