শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে লোকাল ট্রেন চালু করতে চেয়ে আগেই নবান্নকে চিঠি পাঠিয়েছিল রেল মন্ত্রক। কিন্তু সঠিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন না তৈরি করে আগেই রেল চালু করে দিলে পরিযায়ী শ্রমিকদের মত সংক্রমণ আটকানো যাবে না, এমনটাই ছিল রাজ্যের মতামত।
এদিকে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, হুগলির পান্ডুয়া-সহ বেশ কয়েক’টি স্টেশনে ট্রেনের নিত্যযাত্রীরা বিক্ষোভ দেখানোর পর স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে হাওড়া স্টেশনেও। তাই এবার রাজ্যের তরফেই লোকাল ট্রেন চালু করতে সম্মতি জানিয়ে গাইডলাইন তৈরিতে রেলের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে চিঠি পাঠানো হল রেল মন্ত্রককে।
অতিরিক্ত মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মাকে এই চিঠিতে জানিয়েছেন, সুস্থতার হার পশ্চিমবঙ্গে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের লোকাল ট্রেন চালাতে এখন কোনও আপত্তি নেই।
আরও পড়ুনঃ টেস্ট পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তাব শিক্ষকদের
দীর্ঘদিন ধরে স্টাফ স্পেশাল ট্রেন চালানোর কারণে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সঠিক স্বাস্থ্যবিধির আয়োজন করে লোকাল ট্রেন চালু করা যেতেই পারে। তা বৈঠকে বসে গাইডলাইন ঠিক করা হোক।
আরও পড়ুনঃ বৈষ্ণবঘাটায় মৃৎশিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
করোনা লকডাউনের জেরে আট মাসেরও বেশি সময় ধরে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। ধীরে ধীরে সবকিছু খুললেও লোকাল ট্রেন পরিষেবা চালু না-হওয়ায় বিক্ষোভ বাড়ছে জনসাধারণের মধ্যে। জেলা থেকে শহরে আসতে সমস্যা হচ্ছে বহু মানুষের।
রাজ্যের তত্কালীন স্বরাষ্ট্রসচিব তথা বর্তমান আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডের চেয়ারম্যানকে আগেও একটি চিঠিও দেন। কোভিড প্রোটোকল মেনে যাত্রী নিয়ন্ত্রণ করে রেল-রাজ্য যৌথ উদ্যোগে কি ব্যবস্থা নেয়, সেটাই দেখার অপেক্ষায় এখন রাজ্যবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584