নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ
মাটির তলা থেকে উদ্ধার হল নবাবি আমলের রৌপ্যমুদ্রা। বুধবার বিকেলে সিঙ্গুরের পালপাড়া থেকে ২১ টি প্রাচীন মুদ্রা পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বোরাই পহলমপুর গ্রাম পঞ্চায়েতের চক পহলমপুরের পালপাড়াতে ১০০ দিনের কাজ চলছিল। সেই কাজের জন্য মাটি খুঁড়তেই ওই মুদ্রাগুলি পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলি বাজেয়াপ্ত করে। বর্তমানে তা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ট্রেজারিতে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ বিরল হীরে মিলল রাশিয়ায়, রং গাঢ় হলুদ
রৌপ্যমুদ্রাগুলি দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এগুলি নবাবি আমলের মুদ্রা। জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি। ইতিমধ্যেই মুদ্রাগুলিকে যত্নের সঙ্গে সংরক্ষণ করে রাখা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584