দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ বাঁকুড়ায়

0
110

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

বাঁকুড়া সদর থানার অন্তর্গত পদ্মার পাড়া এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত কিছুদিন আগেই এলাকায় রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটেছে৷ সেই চাঞ্চল্য কাটতে না কাটতেই আবার নতুন করে মদ্যপ অবস্থায় বেশ কিছু যুবক একটি খাবারের দোকানে খাবার না পেয়ে স্থানীয় যুবককে মারধর করে।

 road | newsfront.co
পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

তবে নিত্যদিন ধরে কিছু যুবক মদ্যপ অবস্থায় কিছু না কিছু ঘটনা ঘটিয়েই চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা । আর সেই কারণেই দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখলেন ওই এলাকার বাসিন্দারা।

road block | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে পুলিশি ব্যবস্থার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

crowd | newsfront.co
নিজস্ব চিত্র

শোভন দে নামে এক স্থানীয় যুবক বলেন, রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী প্রায়ই এলাকায় তাণ্ডব চালায়। হাতে ভোজালি নিয়ে ঘুরে বেড়ায় বেশ কিছু দুষ্কৃতী। বার বার প্রশাসন কে জানালেও মেলেনি কোন সুব্যবস্থা।

আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত সন্দেহে দাহ কার্যে বাধা

অবিলম্বে এই দুষ্কৃতী দলকে গ্রেফতার করুক পুলিশ, এমনটাই দাবি ছিল তাদের। আজ পুলিশ এসে আশ্বাস দিয়েছে ৷ কতদিনে এর সুরাহা হয় ,এখন এটাই দেখার বিষয়৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here