নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কিছু দিন আগে বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লালের বয়স জনিত কারণে দলের সঙ্গে থাকতে পারবেন না এই খবর আসায় বিতর্ক সৃষ্টি হয়। তবে শুধু ষাট বছরের ওপরের ব্যক্তিকে মাঠে অনুশীলনে নিষেধ বিসিসিআই করছে না সেটা করছে বিশ্বও। দিয়েগো মারাদোনার দেশ আর্জেন্টিনাতে করোনার থাবা ব্যাপক আকার নিয়েছে।
২ লক্ষ ৬0 হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাস দ্বারা। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি। সেই কারণে ফুটবল রাজপুত্র মারাদোনা যে ক্লাবে কোচিং করান আর্জেন্টিনার সেই ফুটবল ক্লাব জিমনেসিয়া লা প্লাতা থেকে অনুশীলনে আসতে বারণ করা হল।
আরও পড়ুনঃ পাঁচ বছরের জন্য এটিকে-মোহনবাগান নিল শুভাশিসকে
আগামী ৩০ অক্টোবর ৬০ বছরে পা দেবেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। তার ওপর মারাদোনার ওজন বেশি। রয়েছে একাধিক শারীরিক সমস্যা। সম্প্রতি একটি অস্ত্রোপচারও হয়েছে তাঁর। ফলে তাঁর ভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি। যদিও মারাদোনা এই নিয়ে কোনো মন্তব্য করেন নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584