পুরাতনের মেলবন্ধনে নবীনবরণ শ্রীপত সিং কলেজে

0
454

নিজামুদ্দিন সেখ.নিউজফ্রন্ট ,মুর্শিদাবাদ,২৩ সেপ্টেম্বর:

আকাশে বাতাসে পূজোর গন্ধ এই আনন্দমুখর পরিবেশে শনিবার জিয়াগঞ্জ শ্রীপত সিং  কলেজে স্নাতকোত্তর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে নবীন বরনের সাথেই পুন:মিলন অনুষ্ঠিত হল।

কাশের ফুলে সাজানো মঞ্চ এদিন এক অকৃত্তিম অনুভূতি এনে দেয় ,উপস্থিত সংস্কৃতি মনস্ক দর্শক মন্ডলীর মনে।
উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ
ড. শামসুজ্জামান আহমেদ ,তিনি প্রদীপ প্রজ্জলন ও সংস্কৃতির প্রাণ পুরুষ দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে শুভসুচনা করেন! নবীন ও প্রক্তান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন ,
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপিকা ড . দেবযানী ভৌমিক (চক্রবর্তী ) ড . রনবীর নাথ অধ্যাপক সুমিত বন্দ্যোপাধ্যায় , রসায়ন বিভাগের অধ্যাপক সুকুমার মাল সহ অন্যান্য বিভাগের অধ্যপক বৃন্দ।

এদিন পুজোর গান আর বরীন্দ্র সংগীতের পাশাপশি বাংলা বিভাগের পড়ুয়া দেবজ্যোতির পরিচালনায় মঞ্চস্থ হয় কবিগুরু “চন্ডিলিকা”র প্রথম ভাগ ,পাশাপাশি আবৃত্তির সুরে সুর মেলান অধ্যাপিকা চৈতালী উপাধ্যায়।

মোটের উপর উৎসবমুখর আবহে উপরি পাওনা সকলের কাছে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here