মহামারী কাটিয়ে জমজমাট নগর মেলার সার্কাস দর্শকদের ভিড়, উদ্বোধনে বিডিও

0
92

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

কোভিড মহামারীতে বদলে গিয়েছিল চেনা জীবনের ছন্দ। দীর্ঘ দু’ বছর ঘর বন্দী। বন্ধ ছিল মেলা-খেলা। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবারও উৎসব মেলার সার্কাস মুখি হলেন মুর্শিদাবাদ জেলাবাসী।

Circus
নিজস্ব চিত্র

সবে মাত্র শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে বসন্ত দোল উৎসব ঘিরে পাড়ায় পাড়ায় রঙবেরঙের আবির। বিভিন্ন পার্কে দেখা যাচ্ছে ভিড় সে কথা রেখেই বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পীরতলা দীঘির পাড়ে রোলেক্স সার্কাসের উদ্বোধন করা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন খড়গ্রামের বিডিও বাপী ধর। নগর মেলার এই সার্কাস দেখতে ভিড় জমিয়েছে আট থেকে আশি। এই সার্কাস উদ্বোধনে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিষ মার্জিত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলি মোমিন, খড়গ্রাম ব্লক তৃণমূল যুব সভাপতি জ্যোতির্ময় মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Khargram BDO

খড়গ্রামের বিডিও বাপী ধর বলেন, গত বছর একটি মেলা বন্ধ করা হয় কোভিড মহামারী পরিস্থিতির কারণে। তবে এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে এই সার্কাস চালু হল। সার্কাসের ইতিহাস বহু পুরোনো। নতুন প্রজন্মের কাছে সার্কাস সম্বন্ধে বার্তা যাবে বলে ভালো লাগছে। আশিষ মার্জিত জানিয়েছেন, আমরা খুব খুশি আমাদের এলাকায় দীর্ঘদিন পর এই সার্কাসের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ জানান উদ্যোক্তাদের। এলাকার সাধারণ মানুষের মনোরঞ্জন কথা মাথায় রেখে কোভিড পরবর্তীতে, আয়োজন করা হল সার্কাসের।

Nagar mela circus
নিজস্ব চিত্র

দীর্ঘ দুই বছর পরে মানুষের মনোরঞ্জনের কথা মাথায় রেখে এই সার্কাসের উদ্বোধন করা হল। সার্কাস দেখতে প্রথম দিনেই ভিড় করেছিলেন বহু দর্শক। শুধু দর্শক নয় জীবিকায় ফিরলেন জোকার থেকে ম্যাজিসিয়ান সকলেই। এক মাস ধরে দর্শকদের আনন্দ দান করবে এই সার্কাস, এমনটাই জানালেন উদ্যোক্তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here