পারডুবি প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ, বিক্ষোভ নাগরিক মঞ্চের

0
91

মনিরুল হক, কোচবিহারঃ মাথাভাঙ্গা ২ নং ব্লকের পারডুবি প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজ এই নিয়ে নাগরিক কমিটির পক্ষ থেকে পারডুবি স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়। স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের অভিযোগ, এখানে চিকিৎসার পরিষেবা ভালো নয়। দূরদূরান্ত থেকে এসে চরম দুর্ভোগের স্বীকার হতে হয়। শুধুমাত্র একজন ফার্মাসিস্ট ও ২ জন নার্স দিয়ে চলছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। এখানে কোন স্থায়ী চিকিৎসক নেই। এই স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক মাঝে মাঝে এসে বসেন। কিন্তু তিনি অন্য আরও কোথাও ডিউটি করেন বলেও অভিযোগ স্থানীয়দের। স্বাস্থ্য কেন্দ্রের বেহাল চিকিৎসা পরিষেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ নাগরিক কমিটির সদস্য সুরেশ সরকারের। জানা গিয়েছে, পারডুবি প্রাথমিক স্বাস্থকেন্দ্রে উপর নির্ভর করতে হয় এই অঞ্চলের ১৮ টি বুথ সহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের।

নিজস্ব চিত্র

তাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিসেবা ঠিক না মেলায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজ স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে যান নাগরিক কমিটির সদস্যরা। কিন্তু কর্তব্যরত ফার্মাসিস্ট ও নার্সরা নাগরিক কমিটিকে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন। এরপরই নাগরিক কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়। স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট অজয় বাবু বলেন, “এই স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে রয়েছেন ড. জিয়ারুল হক। তিনি এই মুহূর্তে বাইরে মিটিংয়ে আছেন।” ফোনে চিকিৎসক ড. জিয়ারুল হকের কাছে এই এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারব না। মিটিংয়ে আছি। মিটিং থেকে ফিরে এসে বিষয়টি দেখছি।” পান্নালাল দাস, বিশ্বজিৎ সাহা রায়, সুরেশ সরকাররা বলেন, “ আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে উপযুক্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিসেবা উন্নয়নের ব্যবস্থা না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

নিজস্ব চিত্র

পারডুবি প্রাথমিক স্বাস্থকেন্দ্রের ফার্মাসিস্ট অজয় কুমার বর্মন বলেন, “আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। সেখান থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিষয়ে পারডুবি গ্রাম পঞ্চায়েত প্রধান গোপাল চন্দ্র রায়কে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “আমি বাইরে রয়েছি এসে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here