নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিধানসভা ভোটে যাতে রাজনৈতিক প্রতিহিংসার ছবি দুই জেলা জুড়ে উঠে না আসে তাই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জেলার পাশাপাশি দুই জেলার সংযোগস্থলে চলছে পুলিশের নাকা চেকিং ৷
মূলত ভোটের সময় যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই জেলাশাসক এবং পুলিশ সুপারের নির্দেশে জেলা এবং রাজ্যের সংযোগস্থল এলাকায় বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট।
আরও পড়ুনঃ বিজেপি ফ্যাক্টর নয়, তৃণমূলের উন্নয়নকে হাতিয়ার করেই গড়বেতা ধরে রাখতে মরিয়া উত্তরা
আজ থেকে আন্তঃজেলা নাকা চেকিং শুরু হয়েছে ,মূলত প্রাইভেট গাড়ি গুলোকে সার্চ করা হচ্ছে।উপস্থিত আছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার এএসআই আমিনুল ইসলাম সহ ,বিডিও অফিসের আধিকারিকরা।
প্রসঙ্গত বিগত নির্বাচনগুলোতে দুই জেলা জুড়ে রাজনৈতিক প্রতিহিংসার ছবি উঠে এসেছিল, সেই ছবির যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যেই প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584