নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নির্ভয়া কান্ডের দোষী ৪ যুবকের ফাঁসির পর আবারও মেদিনীপুরে ঘটলো একই রকম ঘটনা। আর তাতেই চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার হেতাশোলের জঙ্গলে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ নগ্ন দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার
এলাকার মানুষের সন্দেহ ধর্ষণ করে পুড়িয়ে খুন করা হয়েছে আনুমানিক ৩০/৩২ বছর বয়সী ঐ মহিলাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে পচাগলা দগ্ধ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান বহিরাগত ঐ মহিলাকে আনুমানিক ৪/৫ দিন আগে পুড়িয়ে খুন করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে ঝিকুরখালি নদীর পাশ থেকে মা ও মেয়েকে পুড়িয়ে মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় পশ্চিম মেদিনীপুর জেলায় এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584