নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
এসজেডিএ-র ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন নান্টু পাল। এদিন এসজেডিএ দপ্তরে গিয়ে সিইও প্রিয়াঙ্কা সিংলার কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ স্পোর্টস ও গেমস বোর্ডের ভাইস্ চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন তিনি।
নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নাম ঘোষণা করা হয়৷ এরপর থেকেই বেসুরো ছিলেন নান্টু পাল। এবং তৃণমূলের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেন দল ছাড়ছেন।
এরপর তিনি জানিয়ে দেন যে নির্দল প্রার্থী হয়ে ২০২১ এর নির্বাচনে লড়বেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নান্টু পাল বলেন যে, এসজেডিএ-র ভাইস্ চেয়ারম্যান এবং উত্তরবঙ্গ স্পোর্টস ও গেমস বোর্ডের ভাইস্ চেয়ারম্যান এই দুটি পদ থেকে পদত্যাগ করলাম।
আরও পড়ুনঃ হাই ভোল্টেজ নন্দীগ্রাম! জোটের সম্ভাব্য প্রার্থী সেলিম
এর পাশাপাশি তিনি আরও বলেন, যখন জানলাম শিলিগুড়ি ২৬ বিধানসভায় বাইরের খেলোয়াড়কে দিয়ে খেলা হবে।স্থানীয় খেলোয়াড় ভাল থাকার সত্ত্বেও। গোল পোস্টের বাইরে বসিয়ে রেখে টিম লিস্টে নাম রেখেছে। কিন্তু খেলা হবে নাম বলে খেলার পরিভাষা যেইটা আছে সেটাকে তারা কালিমামিপ্ত করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584