শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে নরনারায়ণ সেবার আয়োজন

0
112

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Nara narayan seba on birth anniversary of Ramakrishna
নিজস্ব চিত্র

গত ইংরেজি ৮ই মার্চ শ্রী রামকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষ্যে কান্দী জনকল্যান সমিতির পক্ষ থেকে প্রায় ৫ হাজার মানুষকে নরনারায়ণ সেবা করান হলো।রবিবার মধ্যাহ্নে এই নরনারায়ন সেবার ব্যবস্থা করা হয়। আগামি দিনে এদের উদ্দেশ্য এটা কে আর বড়ো করে আয়োজন করে ১০হাজার মানুষকে সুন্দর ভাবে অন্ন তুলে দেওয়া।

আরও পড়ুনঃ নবদ্বীপে মহাপ্রভুর ৫৩৪ তম জন্মতিথি উৎসব পালন

Nara narayan seba on birth anniversary of Ramakrishna
নিজস্ব চিত্র

এমন সাধু পরিকল্পনা করছেন কান্দী জনকল্যান সমিতির সম্পাদক ও মূল উদ্যোক্তা স্বপন উপাধ্যায়।প্রথম বার এই জনকল্যাণ মূলক কাজ করে তাঁরা খুশি।এলাকায় এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here