নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অনুমতি ছাড়া সামাজিক দূরত্ব না মেনে শুটিং চলল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের পথসাথীতে।জানে না পুলিশ থেকে বিডিও কেউই। পরে এলাকাবাসীরা জানতে পেরে বিক্ষোভ দেখালে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নারায়ণগড় থানার পুলিশ।
ঘটনায় আরও জানা যায় ওই শুটিং কোন সিনেমা বা সিরিয়ালের নয়। হাওড়া থেকে আশা জনা কুড়ি পঁচিশের একটি টিমের ইউটিউব -এর শুটিং। যেখানে করোনা সংক্রমণ রোধে সামাজিক নিয়মের কোন চিহ্ন ছিলনা। তাছাড়া হাওড়া যেখানে সংক্রমিত এলাকা সেখান থেকে এসে কিভাবে শুটিং চালাচ্ছে এই লোকেরা! আর ওই শুটিং দেখতে ভিড় জমান এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ
ফলে বর্তমান করোনা সংক্রমণ আরো বৃদ্ধি হওয়ার আশঙ্কায় থেকে যাচ্ছে। এ বিষয়ে নারায়ণগড় এর বিডিও বিশ্বজিৎ ঘোষ জানান-“বিষয়টা আমার জানা ছিলনা। এলাকাবাসী কেউ একজন আমাকে ফোন করেছিলেন আমি তৎক্ষণাৎ নারায়ণগড় থানাকে জানিয়েছি। বর্তমানে শুটিং বন্ধ রয়েছে এবং প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584