উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
গত এগারোই ফেব্রুয়ারির পর এবার আঠারো ফেব্রুয়ারি ফের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন। সেবার কোচবিহার থেকে উদ্বোধন করেছিলেন পরিবর্তন যাত্রার। এবার কলকাতা। চলতি মাসেই রথযাত্রার সূচনা করতে ফের বাংলায় আসছেন অমিত শাহ। আগামী ১৮ই ফেব্রুয়ারি কাকদ্বীপে এই রথযাত্রার সূচনা করবেন তিনি। সেখানে জনসভা করারও কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
এর ঠিক ৪ দিন পর অর্থাৎ ২২ ফেব্রুয়ারি আবার ডানলপ মাঠে হুগলিতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে ফের রথে চাপছেন গেরুয়াশিবিরের নেতারা। বাংলায় এবার ৫টি রথযাত্রার করার কথা ঘোষণা করেছে বিজেপি। ৬ই ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একদিনের ঝটিকা সফরে বৃহস্পতিবার কোচবিহারে ‘রথযাত্রা’র সূচনা করে গিয়েছেন অমিত শাহও।
আরও পড়ুনঃ দীনেশ ত্রিবেদীর পদত্যাগ প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ সুখেন্দু শেখর রায়ের
কলকাতায় কবে ও কোনপথে হবে রথযাত্রা? তা চূড়ান্ত করে ফেলেছেন জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ঠিক হয়েছে, সাগরের কপিলমুনির আশ্রম থেকে ডায়মন্ডহারবার-শিরাকোল হয়ে রথ ঢুকবে শহরে। তবে সাগর থেকে শুরু হলেও ১৮ ফেব্রুয়ারি কাকদ্বীপেই আনুষ্ঠানিকভাবে এই রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। সেখানে তিনি একটি জনসভাও করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।
অমিত শাহ একা নন, ফেব্রুয়ারিতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সরকারিভাবে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কথা ঘোষণাও করা হয় বিজেপির তরফে। অমিত শাহের সফরের ঠিক ৪ দিন পর ২২ ফেব্রুয়ারি ডানলপ মাঠে জনসভা করবেন মোদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584