বিডেনের সাথে ফোনালাপ, জয়ের জন্য অভিনন্দন মোদীর

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

President | newsfront.co
ফাইল চিত্র

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর টেলিফোনে কথোপকথন হল জো বিডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার রাতে বিডেন ফোন করেন নরেন্দ্র মোদীকে। বিডেনকে এই জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন মোদী, একই সঙ্গে ইন্দো-মার্কিন বন্ধুত্ব নিয়ে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে বিডেনকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

টেলিফোনে কথাবার্তার পর রাতে নরেন্দ্র মোদী টুইট করে জানান যে তিনি নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন, ইন্দো-মার্কিন যৌথ কূটনৈতিক বন্ধুত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতি সহ জলবায়ু পরিবর্তন, এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা নিয়েও কথা হয়েছে। তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ ডিজিটাল সংবাদমাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সম্মতি জানতে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

ইন্দো-আমেরিকান সম্প্রদায়ের কাছে এটা গর্বের বিষয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে এই ব্যাপারে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর এই প্রথমবার বিডেন-মোদীর মধ্যে টেলিফোনে কথা হলো।

পিএমও সূত্রে জানা গিয়েছে, তিনটি মূল বিষয়ে কথা হয়েছে মোদী এবং বিডেনের মধ্যে ; প্রথমত, ইন্দো–প্যাসিফিক অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখা। করোনা অতিমারির বিরুদ্ধে জোট বেঁধে লড়াইয়ের ডাক দিয়েছেন বিডেন, তার জন্য সারা বিশ্বের শক্তিধর দেশগুলির সহযোগিতা চেয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তন নিয়েও কথা হয়েছে দুপক্ষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here