বালুরঘাটে ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন প্রধানমন্ত্রীর

0
79

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট নিউ টাউন ক্লাব ও পল্লী পাঠাগারের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বালুরঘাট নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগার সহ দশটি পুজোর উদ্বোধন করেন তিনি।

Virtual inauguration | newsfront.co
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান ৷ নিজস্ব চিত্র

করোনার কারণে নিউ টাউন পল্লী পাঠাগারে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে শতাধিক দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের পর এবারে রাজ্যের দশটি দুর্গাপূজা উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

আরও পড়ুনঃ হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের সাহায্য পাঁশকুড়ায়

Durgapujo | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও রাজ্যের কয়েকটি জেলার দুর্গাপুজো এই লাইভ অনুষ্ঠানে দেখানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাট নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগারের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মণ, রাজ্য নেতা নীলাঞ্জন রায়, গৌতম চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্ব এবং নিউটাউন ক্লাবের সদস্যবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here