নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গতকাল ধর্মতলা শহীদ মিনারে সিপিএম জেলা কমিটি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিশাল মহাসমাবেশের আয়োজন করেছিল। এই মহা সমাবেশের মঞ্চ থেকে তারা নাগরিকত্ব সংশোধনী আইন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর পুলিশি আক্রমণ ও আরও কিছু বিষয়ের বিরুদ্ধে তাদের বক্তব্য তুলে ধরে।
শহীদ মিনারের এই সমাবেশ মঞ্চে সিপিআইএম পার্টি রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে দেশ জুড়ে আমরা দেশপ্রেম দিবস পালন করব। ২৬ তারিখ আমরা দেশের মানুষকে বোঝাবো এই দিনের মাহাত্ম্য। এবার আমরা কোনও মানববন্ধন করব না। এবার আমরা সবাইকেই বলেছি সব ওয়ার্ডে সভা হবে।”
এ দিন তিনি আরও বলন, “প্রতিবাদ দেখানো হবে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে। গোটা রাজ্যজুড়ে পাঁচ হাজার সভা হবে। শুধু তাই নয়, এ দিনের সমাবেশ মঞ্চ থেকে তিনি বলেন আমাদের দেশে সবথেকে বড় যদি কেউ দেশদ্রোহী হয়ে থাকে, তবে সেটা নরেন্দ্র মোদি।”
আরও পড়ুনঃ মমতাকে পাহাড় থেকে ধাক্কা মেরে নীচে নামিয়ে দিয়েছে মত, দিলীপের
পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গেও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় এনপিআর নিয়ে কোনও সিদ্ধান্ত নেন তাহলে খুব ভালো হয়। কিন্তু তাঁকে বিশ্বাস নেই। তবুও যদি তিনি কোনও সিদ্ধান্ত নেন,সেজন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584