ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বুধবার প্রকাশিত হল ‘টাইম’ ম্যাগাজিনের ২০২১ সালের বিশ্বসেরা ১০০ জন প্রভাবশালীর তালিকা। এবারের তালিকায় রয়েছেন একসঙ্গে তিন ভারতীয়। তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা-র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবরণে টাইম ম্যাগাজিনের মুল্যায়নে লেখা হয়েছে, “নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতকে তিনি ধর্ম নিরপেক্ষ দেশ থেকে ক্রমশ সুসংহতভাবে হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েছেন। ভি-ডেম ইন্সটিটিউটের মোদী সম্পর্কে মূল্যায়নকে উল্লেখ করে লেখা হয়েছে মোদী রাজত্বে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র থেকে ক্রমশ ‘ইলেক্টোরাল অটোক্রেসি’-তে পরিণত হয়েছে।“ টাইম ম্যাগাজিনে মোদী সম্পর্কে বিবরণীটি লিখেছেন ইন্দো-আমেরিকান সাংবাদিক ফরিদ জাকারিয়া।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা হয়েছে, ” ২মে, আপাত অপরাজেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গের মত দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখেন। ভারতীয় জনতা পার্টির লোকবল ও অর্থবল কিছুই তাঁকে আটকাতে পারেনি। তিনি একাই দল, একজন স্ট্রিট ফাইটার।“ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে টাইম ম্যাগাজিনের বিবরণটি লিখেছেন বিশিষ্ট সাংবাদিক বরখা দত্ত।
আরও পড়ুনঃ স্পুটনিক লাইট- প্রথম সিঙ্গল ডোজ টিকার তৃতীয় পর্বের ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিজিআই
সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা সম্পর্কে টাইম ম্যাগাজিনের বিবরণীটি লিখেছেন, সাংবাদিক অভিশান্ত কিদাঙ্গুর। তিনি লিখেছেন, “গত মার্চ মাসে পুনাওয়ালা আমাকে বলেছিলেন ইতিহাস যখন তাঁর কাজের মুল্যায়ন করবে তখন যেন তাঁকে আক্ষেপ না করতে হয়। কিন্তু একের পর এক ইস্যুতে এই বছর বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর পুনের প্ল্যান্টে অগ্নিকান্ড থেকে শুরু করে র মেটিরিয়াল-এর সমস্যা, ভ্যাক্সিন রপ্তানি বন্ধ হওয়া তাঁর উচ্চাকাঙ্ক্ষার গতি রোধ করেছে। এখনও অতিমারি শেষ হয়ে যায়নি তবে তা শেষ করতে সাহায্য করতে পারেন আদর পুনাওয়ালা। এখনো ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট দেখা যাচ্ছে বিশ্ব জুড়ে কিন্তু সে লড়াই লড়তে পারেন আদর পুনাওয়ালা।“
আরও পড়ুনঃ দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর কলকাতা, প্রকাশিত এনসিআরবি-র রিপোর্টে
এই তিন ভারতীয় ছাড়া আরো যেসব উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম রয়েছে ১০০ প্রভাবশালীর তালিকায় তাঁরা হলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, শি জিনপিং, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেই তালিকায় রাখা হয়েছে তালিবানের আবদুল ঘানি বরাবদরকে। তালিকায় রয়েছেন টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা, রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনি, অ্যাপল এর সিইও টিম কু, টেসলা-র সিইও এলন মাস্ক। ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশনের প্রথম আফ্রিকান ও প্রথম মহিলা প্রধান এনগোজি ওকনজো-ইয়েলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584