একুশের ভোটকে পাখির চোখ করে প্রবাসী বাঙালিদের দ্বারস্থ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একুশের নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের যে আগুন জ্বলছে তার উত্তাপ অন্য রাজ্যেও ছড়িয়ে দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। মঙ্গলবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ১৫টি বাঙালি সংগঠনের সঙ্গে বৈঠক করেন। ভোপালে সেই বৈঠকে তিনি বাঙালি সংগঠনগুলির কাছে তৃণমূল সরকারকে উৎখাত করার আবেদন জানান।

Upcoming Election | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, আগামী ১৫ দিন এমন বেশ কয়েকটি বৈঠক করবেন মিশ্র। আসানসোল এবং বর্ধমান-সহ ৪৮টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। মধ্যপ্রদেশে বসবাসকারী ৩ লক্ষ বাঙালিকে একজোট করতে কোমর বেঁধেছেন মিশ্র।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলন ঘিরে টেলিকম সংস্থার কর্পোরেট যুদ্ধ

মধ্যপ্রদেশ প্রবাসী বাঙালি পরিষদের ব্যানারে সেই বৈঠকে ভোপালে বসবাসকারী ৫০ হাজার বাঙালি পরিবারের কাছে নরোত্তম মিশ্রর আবেদন, বাংলায় সংস্কৃতি ও ইতিহাস বহু সমৃদ্ধ। স্বাধীমতা সংগ্রামে বাঙালিদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা এখনও বাংলায় ক্ষমতায় আসতে পারেনি।

আরও পড়ুনঃ মোদী ভগবান! আসামে ‘বিদেশি’ তকমা নিয়েই প্রয়াত শতায়ু বৃদ্ধ

দলের ১২৪ জন কর্মী খুন হয়েছেন বলে দাবি করে মিশ্র বলেছেন, “বাঙালিদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। বুকে আগুন জ্বালাতে হবে। বাঙালিদের বলতে চাই, তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জে পি নাড্ডা রয়েছেন। বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে।”

এদিকে, মধ্যপ্রদেশে বহু বাঙালি পরিবারের বাস। আর তাঁদেরই পাখির চোখ করেছেন শিবরাজ সিং চৌহানের মন্ত্রী। তিনিও ওই প্রবাসী বাঙালিদের হাতিয়ার করেই বাংলার ভোটে বাজিমাত করতে চাইছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here