শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা রোগীদের অন্যতম উপসর্গ হল শ্বাসকষ্ট। একজন করোনা রোগীর শ্বাসকষ্ট শুরু হলে এবং তার অন্য শারীরিক পরিস্থিতির জটিলতা থাকলে তাকে বাঁচানো অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। এদিকে রাজ্যে ১১,৭৭৫ জন করোনা রোগীর শয্যা থাকলেও এখনো পর্যন্ত রাজ্যে ভেন্টিলেটর রয়েছে মাত্র ৭৯০ টি। আবার ভেন্টিলেশনে রোগী থাকলে অন্য রোগী গুরুতর পরিস্থিতি হলেও তাকে ভেন্টিলেশনে রাখা সম্ভব হচ্ছে না।
এই সমস্ত সমস্যা নিরসনে এবার ভেন্টিলেটরের বদলে করোনা রোগীদের জন্য ৩০০ টি ‘ন্যাজাল হাই পাওয়ার অক্সিজেন ক্যানুলা’ পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে রাজ্যে। সোমবার নবান্ন থেকে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ পুলিশের উন্নয়নে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ডঃ মুখ্যমন্ত্রী
তিনি বলেন, ৬০০ টি এই ধরনের যন্ত্র অর্ডার দেওয়া হলেও ৩০০ টি এসে পৌঁছেছে। প্রত্যেকটি যন্ত্রের দাম আড়াই লক্ষ টাকা। ভেন্টিলেটরের থেকে এটি একদিকে সাশ্রয়ী, অন্যদিকে কোনও জায়গার কোনও অংশ কেটে এটিকে বসাতে হয় না। যে কোনও জায়গায় এটিকে অক্সিজেন চাহিদাপ্রাপ্ত করোনা রোগীদের জন্য ব্যবহার করা যায়। চাইলে সাধারণ মানুষও এটি কিনে স্বাস্থ্য দফতরকে দান করতে পারেন বলে জানান মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584