মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সম্প্রতি প্রয়াত হয়েছেন বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার। এই বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড ইন্ডাস্ট্রি। গত ৭ জুলাই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এদিন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি হাজির হয়েছিল দিলীপ কুমার ও সায়রা বানুর বান্দ্রার বাড়িতে। দিলীপ কুমার মুম্বইয়ের যে হাসপাতালে ভর্তি ছিলেন ওই একই হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ৭ জুলাই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
একটি সাক্ষাৎকারে দিলীপ কুমারের স্মৃতিচারণ করে নাসিরুদ্দিন শাহ বলেন যে, একসময় দিলীপ কুমার তাঁকে বলেছিল, ভাল পরিবারের ছেলেমেয়েরা সিনেমায় কাজ করতে আসে না। দিলীপ কুমারের স্মৃতিচারণ করে নাসিরুদ্দিন আরও বলেন, দিলীপ কুমার তাঁকে বলেছিলেন, “আমার মনে হয় তোমার ফিরে যাওয়া উচিত এবং পড়াশোনা করা উচিত। ভাল পরিবারের ছেলে মেয়েদের অভিনয় করতে আসা উচিত নয়।”
আরও পড়ুনঃ শাশুড়ি হিসাবে কেমন হবেন নীতু কাপুর? জানালেন ঋদ্ধিমা কাপুর
যদিও নাসিরুদ্দিন জানিয়েছেন, বলিউডের ট্র্যাজেডি কিং কী করে এই ইন্ডাস্ট্রীতে এসেছিলেন, এ বিষয়ে দিলীপ সাহাবকে প্রশ্ন করার সাহসকখনো পাননি তিনি। নাসিরুদ্দিন শাহ জানান, “দিলীপ কুমারকে প্রশ্ন করার সাহস আমার ছিল না। ভারতের অন্যান্য অভিনেতাদের মতো আমিও তাঁকে দেখে খুব ভয় পেতাম। তিনি সবার উপরে ছিলেন।” উল্লেখ্য, ‘কর্মা’ ছবিতে দিলীপ কুমারের সঙ্গে কাজ করেছিলেন নাসিরুদ্দিন শাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584