গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে নাট মন্দিরের সৌন্দর্য্য ফেরাতে উদ্যোগী কালিয়াগঞ্জ পুরসভা

0
535

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

 

অবশেষে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরের সৌন্দর্য ফেরাতে কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করলো।মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা কার্তিক পালের নেতৃত্বে গ্রিনসিটির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, চন্দন ঘোষকে নিয়ে নাট মন্দির পরিদর্শনে আসেন। সেখানে নাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল কুন্ডুর সাথে ছিলেন মিহির কুন্ডু, রতন কুন্ডু, সুদীপ ভট্টাচার্য(ভোলা) নাট মন্দির কমিটির অন্যতম সদস্য তথা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা এবং সান্তনু চক্রবর্তী সহ অনেকেই।

temple | newsfront.co
ঐতিহ্যবাহী নাট মন্দির। নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা কার্তিক পাল উপস্থিত কমিটির সদস্যদের জানান এই ঐতিহ্যবাহী নাট মন্দিরটির পরিবেশ রক্ষার স্বার্থে তারা সরকারের  গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে এই মন্দিরের সৌন্দর্যায়নের কাজ শুরু করতে চায়। যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা। নাট মন্দিরের চারপাশে প্রাচীর না দিয়ে লোহার গ্রিলের ফেন্সিং দেওয়া হবে।

মন্দিরের চারপাশে নানান ধরনের উন্নত বাহারি ফুলের গাছ, থাকবে দর্শনার্থীদের বসবার জায়গা, লাগানো হবে উন্নতমানের আলোর ব্যবস্থা।

প্ৰকৃত মন্দিরের রূপ যাতে ফুটে উঠতে পারে সেই চিন্তাধারা নিয়েই গ্রিনসিটি প্রকল্পের আওতায় আনা হয়েছে এই মন্দিরকে।

আরও পড়ুনঃকল্পতরু দিবস উদযাপন ভক্তদের

কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির কমিটির সম্পাদক দুলাল কুন্ডু পুরপিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন তাদের মন্দির কমিটি আগামী ৫ ই জানুয়ারি কমিটির সদস্যদের নিয়ে সার্বিক আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবার জন্য সভা ডাকা হয়েছে। কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা কার্তিক পাল বলেন আমরা পুরসভার পক্ষ থেকে সবদিক দিয়েই প্রস্তুত। মহেন্দ্রগঞ্জ নাট মন্দির কমিটির সবুজ সংকেত পেলেই আমরা আগামী সপ্তাহেই কাজ শুরু করে দেব বলে পুরপিতা কার্তিক পাল জানান। এলাকার অধিকাংশ মানুষের মতে এই মন্দিরের পবিত্রতা ও সৌন্দর্য আনতে এই গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করে দেওয়া উচিৎ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here