নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
“তেরে মেরে মিলন কি ইয়ে রয়েনা”… লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে অমিতাভ বচ্চন-জয়া বচ্চনের লিপের এই গান মনে নেই বা শোনেন না এমন মানুষ বিরল।
‘অভিমান’ ছবিতে গানটার কী অপূর্ব পিকচারাইজেশন! এক লহমায় নস্ট্যালজিক হওয়ার জোগাড়।
সেই নস্ট্যালজিয়াকে স্যালুট জানিয়েই একটি অনবদ্য প্রয়াস নিয়েছেন ওপার বাংলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপ্নিল সজীব এবং তামান্না প্রমি। ভালোবাসার দিবসে গানটিকে অন্য আঙ্গিকে গাইলেন দুজনে।
বলিউড যখন রবীন্দ্রনাথের তৈরি গানের ছোঁয়া পায় তখন সে হয়ে ওঠে অনবদ্য এবং মনোগ্রাহী। এহেন বহু গানের পাশাপাশি “তেরে মেরে মিলন কি ইয়ে রয়েনা”ও একটি।
স্বপ্নিল এবং তামান্না তাঁদের মিউজিক ভিডিও এলবাম ‘তেরে মেরে মিলন’-এ “যদি তারে নাই চিনি গো সেকি” এবং “তেরে মেরে মিলন কি ইয়ে রয়েনা”- দুটি গানেরই মেলবন্ধন ঘটালেন সুচারুভাবে। কোথাও এতটুকু অতিরঞ্জনের আভাস নেই।
অথচ কতখানি ড্রামাটিক তা দেখলে অনুভব করা সম্ভব হবে। ‘স্বপ্নিল সজীব অফিশিয়াল’-এর ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করেছে এলবামটি। পরিচালনার দায়িত্বে চন্দন রায়চৌধুরী।
আরও পড়ুনঃ ফের তদন্ত শুরু করছেন শাশ্বত
দুজনের কণ্ঠ যেমন একে অপরকে এক সুতোয় বেঁধেছে, তেমনিভাবে ভিডিওতে দুজনের অভিনয়ও মন ছুঁয়ে গিয়েছে।
প্রসঙ্গত, আগামিকাল আন্তর্জাতিক ভাষা দিবস। শিল্পীযুগল মরক্কো পাড়ি দিচ্ছেন সেখানে ‘আন্তর্জাতিক ভাষা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান গাইতে। ওঁদের শুভযাত্রা কামনা করে নিউজফ্রন্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584