বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুধবার শিলিগুড়ি শিবমন্দিরে বনবিভাগের অভিযানের প্রতিবাদে দোকান মালিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।এর ফলে ৩১ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে,তৈরি হয় যানজট।এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
জানা গিয়েছে যে এদিন বনবিভাগের কর্মীরা শিবমন্দির এলাকার বেশ কয়েকটি ফার্নিচারের দোকানে হানা দেন।এরপর সেই দোকানগুলিতে একাধিক বেআইনি কাঠের ফার্নিচার সেগুলি বাজেয়াপ্ত করা হয়।এরপরই ব্যবসায়ীরা টায়ার জ্বালিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী।নামানো হয় র্যাফ।এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ধর্ণা প্রত্যাহারের পরও কুল্পিতে তৃণমূলের বিক্ষোভ মিছিল
অপরদিকে বনদপ্তর তরফে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে খবর ছিল যে চোরাই কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে মজুত করে রাখা হয়েছে। এরপর সেই অভিযোগেই অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের কাছে বাজেয়াপ্ত ফার্নিচারের নথিপত্র চাওয়া হয় কিন্তু তারা কিছুই দেখাতে পারেনি।অপরদিকে দোকান মালিকদের অভিযোগ মালপত্র বাজেয়াপ্ত করার তালিকা না দিয়েই সেগুলি নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584