পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ঝাড়খন্ড দিসম পার্টির তরফে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।বুধবার ইটাহারের জয়হাট অঞ্চলের চেকপোষ্ট এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে কয়েকশ আদিবাসী তীর, ধনুক,লাঠি,শোটা নিয়ে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। সংগঠনের জেলা সভাপতি দূর্গা মুর্মু বলেন, “গতকাল রাতে ইটাহার থানার পুলিশ অবৈধ্য ভাবে ভগন টুডু নামে এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
আমরা জানতে পারি জয়হাট এলাকার মক্কা মুর্মু নামে ব্যক্তির কোন কেসের ব্যাপারে ওয়ারেন্ট বেরিয়েছে,আর ইটাহার থানার পুলিশ ভগন টুডু কে নিয়ে গেছে যার কোন কেস কাচারি নেই,তাই ভগন টুডুর নিস্বার্থে মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।”
এদিন সকাল নটা থেকে প্রায় তিন ঘন্টা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করার ঘটনা স্থলে যায় ইটাহার থানার পুলিশ।অবশেষে পুলিশের আশ্বাসে ভগন টুডুকে ছেরে দেওয়া হোলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।এদিনের কর্মসূচিতে ছিলেন সংগঠনের ব্লক সভাপতি গোপাল টুডু,শখিল হেমরম সহ অন্যান্য নেতৃত্ব। এদিন দীর্ঘক্ষন অবরোধের জেরে বহু দুর পাল্লার গাড়ি আটকে পরে।
আরও পড়ুনঃ দুবরাজপুরের পর দুষ্কৃতীদের দৌরাত্ম্যে উত্তপ্ত রামপুরহাট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584