বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
মঙ্গলবার শিলিগুড়ির সংলগ্ন উওরকন্যার কাছে ফুটওভার ব্রিজ তৈরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুল পড়ুয়ারা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
এদিন সকাল থেকে বেশ কিছু চলে এই অবরোধ। এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণের শিলিগুড়ির জলপাইগুড়ি যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে ব্যপক ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের।
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনান চেষ্টা।
অবশেষে পুলিশের প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ জলের দাবিতে পথ অবরোধ তপনে
যদিও স্থানীয়দের দাবি যে, উওরকন্যার সামনে দুটি স্কুল রয়েছে।যার ফলে রাস্তা পারাপারের ব্যাপক সমস্যা হয় ছাত্র ছাত্রীদের।তাই সেখানে একটি ফুটওভার ব্রিজের দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584