মনিরুল হক, কোচবিহারঃ
স্কুলের বেহাল পথ ঠিক করার দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা। আজ বিকেলে স্কুল ছুটির পরে ঘণ্টা খানেক ধরে তুফানগঞ্জের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রায়ডাক নদীর সেতু সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অফিস, স্কুল কলেজ ফেরত অনেকেই দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকা পড়েন। পরে বিশাল পুলিশ বাহিনী এসে ওই অবরোধ তুলে দেয়।
স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র অর্পণ চক্রবর্তী বলে “ আমাদের স্কুলের ঢোকার মুখের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। ফলে ছাত্রছাত্রীদের মাঝে মধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। কিন্তু কেউ এই রাস্তা সারাই করার উদ্যোগ নেয় না। তাই আমরা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছি। রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
এদিকে কোচবিহার- অসমের সাথে যোগাযোগের একমাত্র ওই জাতীয় সড়ক। পূজার মুখে অসম থেকে কেনা কাটার জন্য প্রচুর মানুষ কোচবিহারে আসেন। কিন্তু এভাবে এরকম গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে দেওয়ায় যাত্রীদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিন অবরোধে আটকা পড়ে অসমের ধুবরির বাসিন্দা সুজয় দাস বলেন, “ দোকানের মাল করে কোচবিহার থেকে বাড়ি ফিরছিলাম। সেখানে গিয়ে দোকান খোলার কথা ছিল। কিন্তু যা অবস্থা, তাতে তো আর ফিরে গিয়ে দোকান খুলতে পারবো না। দুই রাজ্যের সাথে যোগাযোগ রক্ষাকারী এমন গুরুত্বপূর্ণ রাস্তার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ” শুধু সুজয় বাবুই নন, একই রকম অবস্থার স্বীকার হয়ে আরও অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদে একজোট গ্রামবাসীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584