ভারত জাকাত মাঝি মাড়োয়ার জাতীয় সড়ক অবরোধ

0
70

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আদিবাসী বিক্ষোভ শুরু হয়েছিল গত সোমবার থেকেই।দফায় দফায় অবরোধ চলে,প্রতিবাদ মিছিল ঘিরে উপ্তপ্ত খড়গপুর থেকে লোধাশুলি যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়ক।শুক্রবার ফের আদিবাসী কুর্মি সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে তীব্র যানজট তৈরি হয়েছে জাতীয় সড়কে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।এক আদিবাসী কুর্মি সম্প্রদায়ের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে নাম জড়ায় এলাকারই তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত রবিবার সন্ধেয়।অভিযোগ, খড়গপুরের সাদাতপুর ফাঁড়ির কাছে ওই কিশোরীকে যৌন হেনস্থা করে তিন জন।পুলিশে অভিযোগ সত্ত্বেও ওই যুবকদের গ্রেফতার করা হয়নি বলেই দাবি স্থানীয় কুর্মি সম্প্রদায়ের সদস্যদের।পুলিশের গাফিলতির অভিযোগ তুলে গত সোমবারই সাদাতপুর ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখায় আদিবাসীরা।পরে,৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি মাড়োয়া।

অবরোধ। নিজস্ব চিত্র

আন্দোলনকারীদের অভিযোগ,প্রথমে পুলিশ আশ্বাস দেয় ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের ধরে ফেলা হবে কিন্তু,৭২ ঘণ্টা কেটে গেলেও পুলিশের তরফ থেকে কোনও ব্যবস্থায় নেওয়া হয়নি।গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করে এ দিন সকাল থেকেই খড়গপুর ৭৭ নম্বর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কুর্মি সম্প্রদায়ের সদস্যরা। পাশাপাশি, প্রতিবাদ মিছিল চলছে জাতীয় সড়কেও।ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে,সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।দ্রুত যাতে অবরোধ উঠে যায় সেই ব্যবস্থা হচ্ছে।অপরাধীদের খোঁজেও তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ দাদুর বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here