নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কান্তিভিটা এলাকায় ধুলোয় অতিষ্ঠ হয়ে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাশ ৩১ নং জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। যদিও স্থানীয়দের অভিযোগ যে প্রায় অনেক দিন ধরেই এশিয়েন হাইওয়ে রাস্তার কাজ হচ্ছে এবং কাজ শুরু হবার আগে ঠিকাদার সংস্থা এলএনটি স্থানীয়দের প্রতিশ্রুতি দেন যে রাস্তার ধুলোর জন্য প্রতিদিন জল দেবেন।
সেই কথা মতো দশ দিন জল দিলেও আর পরে কোন জল দেয় না। যার ফলে ধুলোয় ঢেকে যাচ্ছে চারদিক। এমনকি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে ধুলো এবং সেই ধুলো খাবারের মধ্যে চলে যাচ্ছে। এর ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে।
এর পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ যে বহুবার ঠিকাদার সংস্থা থেকে শুরু করে বিডিওকে বলা সত্ত্বেও কোন ব্যবস্থা হয়নি। তাই এদিন পথ অবরোধ করা এবং যতক্ষণ না পর্যন্ত ওই ঠিকাদার সংস্থা ও বিডিও এসে কথা বলবেন ততক্ষণ এই অবরোধ চলবে। অন্য এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ। যদিও পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেন বিক্ষোভকারিরা।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবিতে ফাঁসিদেওয়ায় অবরোধ
এরপর ঘটনাস্থলে যান জয়েন্ট বিডিও আর নামচু ও এলএনটির জেনারেল ম্যানেজার নারায়ন গুপ্তা। এরপর তারা গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর প্রতিশ্রুতি দেবার পর অবরোধ ওঠে। প্রায় চার ঘন্টা পর অবরোধ ওঠে। যার ফলে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584