জাতীয় সুরক্ষা প্রকল্পে অসহায় মহিলাদের চেক প্রদান

0
56

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে কালিয়াগঞ্জ পৌরসভার ১৭ টি ওয়ার্ডের ৪১ জন অসহায় মহিলাদের ৪০ হাজার টাকা করে চেক দেওয়া হলো আজ।

national safety project distribute cheque to women | newsfront.co
নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ পৌরসভার নিজস্ব ভবনে এই চেক প্রদান করেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। এই সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে অসহায় বিধবা মহিলাদের সহায়তা প্রদান করার উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে এই প্রকল্প নিয়েছে।

আরও পড়ুনঃ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা

তারই ফলস্বরূপ আজ কালিয়াগঞ্জ পৌরসভা শহরের অসহায় মহিলাদের চেক প্রদান করে তাদের পাশে দাঁড়ালো। আজ এই চেকপ্রদান অনুষ্ঠানটিকে ঘিরে অসহায় মহিলাদের মধ্যে ছিল একটু উৎসাহ। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন, যে সমস্ত মহিলারা তাদের বাড়ির কর্তা কে হারিয়ে আজ খুব অসহায় এর মধ্যে দিন যাপন করছিলেন আজ তাদের এই ৪০ হাজার টাকা করে দিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরিয়ে দিয়েছি। আজ ৪১ জনকে ৪০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

আগামী দিনে আরও অনেক অসহায় মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে বলে পৌরপতি জানান।এদিকে যে সমস্ত মহিলারা আজকে এই চেক পেলেন ৪০ হাজার টাকা করে তারা জানান তারা খুবই আনন্দিত যে সরকার তাদের মত অসহায় মহিলাদের পাশে দাঁড়িয়েছে। তারা বলেন এই টাকা তাদের অনেকটাই চলার পথে সহায়তা করবে তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here