নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ
জাতীয় সাঁতারে পদক জিতে পূর্ব মেদিনীপুরকে গর্বিত করলো দুই সাঁতারু।গত ১৪ থেকে ১৯শে ডিসেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ৬৪তম জাতীয় স্কুল গেমস। এই প্রতিযোগিতায় সাঁতার বিভাগে পদক জিতেছে পূর্ব মেদিনীপুরের শ্রীদীপ মন্ডল ও সীমা মান্না। কোলাঘাটের কোলা ইউনিয়ন হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র শ্রীদীপ অনুর্ধ উনিশ বিভাগের ২০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক জয় লাভ করেছে।অন্যদিকে কোলা ইউনিয়ন যোগেন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী সীমা মান্না অনুর্ধ ১৪ বিভাগে তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ জিতেছে।এরা দুজন কোলাঘাট সুইমিং সেন্টারে প্রাকটিস করে। এদের সাফল্যে কোচিং সেন্টারের পাশাপাশি উভয়ের স্কুলে খুশির হাওয়া।শ্রীদীপ ইতিমধ্যে “খেলো ইন্ডিয়া” সাঁতার চ্যাম্পিয়ানশীপের জন্য নির্বাচিত হয়েছে।
আরও পড়ুন: শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584