সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
সাগর মহাবিদ্যালয় বিজ্ঞানভবনে ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন সাগর মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বঙ্কিমচন্দ্র হাজরা, অধ্যাপক প্রবীর কুমার ঘাটুয়া, সুন্দরবন বিদ্যালয়ের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক মধুসূদন ঘড়ুই, শরৎকুমারী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সহ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগন।
তিন বিজ্ঞানীর ছবিতে পুষ্প নিবেদনের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান সূচনা করেন। এদিন সাগর মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবনে বায়োডাইভারসিটি স্ট্যান্ডি সার্কেল ভবনের উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ বাতিল হওয়া ইঞ্জিনে রেস্তোরাঁ, ঘুরে দেখলেন ম্যানেজার
১৯৮৭ সালে জাতীয় বিজ্ঞান দিবস পালন হয় বিভিন্ন কলেজে। ২০১৬ সালে সাগর মহাবিদ্যালয় বিজ্ঞান বিভাগ চালু হওয়ার পর থেকেই পরিকাঠামোগত উন্নয়ন করে আসছে কলেজ গর্ভনিং বডি।
এবারে বিজ্ঞান বিভাগের উপর থেকে ১৫ লক্ষ টাকা দেওয়ার আর্জি রেখেছেন সভাপতি। শুধু তাই নয় বিজ্ঞান বিভাগের পাশাপাশি কলেজের নিরাপত্তা বাড়াতে তিনি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করার প্রত্যাশা দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584