নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শ্রদ্ধার সঙ্গে পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হলো ৩৩ তম জাতীয় বিজ্ঞান দিবস ।বৃহস্পতিবার সন্ধ্যায় মীরবাজারের বিজ্ঞান কেন্দ্রের দপ্তর মাদামকুরী ভবনে এই উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ সংবাদ সাহিত্যের সামাজিক দায়বদ্ধতার বলিষ্ঠতায় দৃপ্ত পদক্ষেপে ‘ঝড়’ পত্রিকার সুর্বণ জয়ন্তী উদযাপন
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য।উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের অধ্যাপক সুধীন্দ্রনাথ বাগ।শহর বিজ্ঞান কেন্দ্রের সদস্য-সদস্যারা এই সভায় যোগদান করেন। আলোচনা সভা শেষে সকলকে ধন্যবাদ জানান মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক বাবুলাল শাসমল।এছাড়াও বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584