পশ্চিম মেদিনীপুরে নবম জাতীয় ভোটার দিবস পালন

0
96

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

national voter day celebration at west medinipur 2
নিজস্ব চিত্র

রাজ‍্যের অন‍্যান‍্য জেলার সাথে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনে উদ্যোগে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নবম জাতীয় ভোটার দিবস।এই উপলক্ষ্যে এদিন সকালে একটি প্রভাতফেরীতে অংশ নেন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা ও বেশ কিছু নতুন ভোটার।এরপর ডি এম অফিস ক‍্যাম্পাসে অবস্থিত মাল্টিপারপাস বিল্ডিং এর সভাকক্ষে এদিনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

national voter day celebration at west medinipur
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাসক পি মোহন গান্ধী, অতিরিক্ত জেলা শাসক প্রণয় বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রতিমা দাস,সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ,ওসি ইলেকশন দীপ ভাদুড়ি সহ প্রশাসনের অন‍্যান‍্য কর্তাব্যক্তিরা,ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি,আবৃত্তি পরিবেশন করেন মৈথিলী ঘোষ।

national voter day celebration at west medinipur 3
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস কর্মসূচি পালন

এদিন বেশকিছু নতুন ভোটারের হাতে নতুন এপিক তুলে দেওয়া হয়।পাশাপাশি আগে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক কুইজ,অংকন ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় সফলদের হাতে।এছাড়াও এদিন নির্বাচনে কাজে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের পুরস্কৃত করা হয়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here