নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সারা দেশের সাথে দক্ষিণ দিনাজপুরে পালিত হল ভোটার দিবস। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের ভবন চত্বরে বালুছায়া সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ভোটার দিবস পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
এদিন কয়েকজন নতুন ভোটারের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন থেকে শুরু হয় ই-ভোটার কার্ড। ই-ভোটার ওয়েবসাইটে নতুন ভোটাররা নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবে।
দক্ষিণ দিনাজপুর জেলায় এবার নতুন ভোটার হয়েছেন ৩০, ৮১৪ জন। মোট ভোটার ১২ লক্ষ ৭৪ হাজার ৮৬৬ জন। পুরুষ ভোটার ৬ লক্ষ ৫২ হাজার ৫৭৫ জন, মহিলা ভোটার ৬ লক্ষ ২২ হাজার ২২৫ জন এবং তৃতীয় লিঙ্গ ৬৬ জন।
আরও পড়ুনঃ আইন প্রত্যাহার আন্দোলনের সমর্থনে আজাদ ময়দানের দিকে হাজার হাজার কৃষক
দক্ষিণ দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল জানান, ২৫ শে জানুয়ারি দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় ভোটারদের উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি করতে। এবছরের গুরুত্বপূর্ণ বিষয় হলো ই-ভোটার শুরু হওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584