নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত ১২,১৩ ও ১৪ জানুয়ারি উত্তরপ্রদেশের মির্জাপুরে ২৪তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় প্রায় ২০টি রাজ্যের ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন বলে জানা যায়। আর সেই জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার সেক সুরাজ ‘যোগসম্রাট’ হিসাবে জয়লাভ করে। পাশাপাশি চন্দ্রানী মন্ডল যোগসমরাঙ্গী হিসাবে জয়লাভ করে বলে জানা যায়।
এছাড়া বিভিন্ন বিভাগে পূর্ব মেদিনীপুরের ছেলে মেয়েরা অসাধারণ সাফল্য লাভ করেছে। পূর্ব মেদিনীপুর জেলার ৮ বছরের বালিকা ইপ্সিতা ঘোড়ই প্রথম হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় স্থান অধিকার করে মনোরমা বাগলী এবং তৃতীয় স্থান অধিকার করেছে পূরবী সাউ।
এদিকে ছেলেদের মধ্যে ৮ বছরের বালক অপু সেন প্রথম স্থান অধিকার করে। পাশাপাশি ৮ থেকে ১৩ বছরের বিভাগে চন্দ্রানী মন্ডল প্রথম স্থান অধিকার করে ও দ্বিতীয় স্থান অধিকার করে সায়নী মণ্ডল। চতুর্থ স্থানে রিমঝিম দুয়া।
অন্যদিকে ৮ থেকে ১৩ বছর বালকের বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে সুরজিৎ দুয়া, তৃতীয় স্থানে রাহুল সামন্ত।
আরও পড়ুনঃ জনসাধারণের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা বীরপাড়ায়
১৩ থেকে ১৮ বছর বালক বিভাগে প্রথম স্থান অধিকার করে সেক সুরাজ।
জানা গেছে এইসব প্রতিযোগীরা সবাই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ছেলেমেয়ে। এদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দাস, যিনি ওম অষ্টাঙ্গ যোগ ফিজিক এসোসিয়েশন অফ বেঙ্গল এর সম্পাদক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রণব নাহা (সভাপতি YPFI) সুদীপ চক্রবর্তী (সম্পাদক, যোগা ফিজিক ফেডারেশন অফ ইন্ডিয়া)ও রাজীব বটব্যাল (সহ-সম্পাদক YPFI) এবং মৃত্যুঞ্জয় গোস্বামী।
এই খবর ছড়িয়ে পড়তেই কোলাঘাট এলাকার মানুষ গর্বিত হন এলাকার ছেলেমেয়েদের সাফল্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584