মনিরুল হক,কোচবিহারঃ
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকে দেশজুড়ে ডাকা ধর্মঘটে সমস্ত কোচবিহার জেলা জুড়ে মিশ্র প্রভাব পড়েছে।জেলার কোচবিহার শহর থেকে শুরু করে তুফানগঞ্জ, দিনহাটা সহ জেলার বিভিন্ন এলাকায় ধর্মঘট পালন করা হচ্ছে। কোচবিহার শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে ধর্মঘটীদের।
শহরের বিভিন্ন এলাকায় পথ অবরোধ করা হয়েছে। রাস্তায় চলাচলকারী সরকারি বাসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। শহরের সাগরদিঘী এলাকা থেকে বেশ কয়েকজন ধর্মঘট সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
এদিন সকালে কোচবিহার শহরে ধর্মঘট সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কোচবিহার শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। বেসরকারি গাড়ি চলাচল করছে না। দু-চারটি সরকারি গাড়ি রাস্তায় দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ বামেদের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল শিলিগুড়িতে
এদিন তুফানগঞ্জে সকাল থেকেই দোকানপাট বন্ধ রয়েছে। তুফানগঞ্জ শহরে ধর্মঘট সমর্থকদের একটি বিশাল মিছিল বের হয়। কোথাও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।
আরও পড়ুনঃ ধর্মঘটের প্রভাবে শুনশান আলিপুরদুয়ার
এদিন দিনহাটা শহরে ধর্মঘট সমর্থকদের একটি মিছিল বের হয়। বিভিন্ন সরকারি অফিসের সামনে পিকেটিং করে ধর্মঘট সর্মথকরা।
এদিন দিনহাটা সাহেবগঞ্জের বিডিও অফিসের সামনে পিকেটিং করার সময় ৩০ জনকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584