গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শহরের পর্বতারোহীদের সংবর্ধনা জানাল নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি। এহ শহর থেকে অনুষ্ঠিত দুটি সফল পর্বত অভিযানের অভিযাত্রীদের সংবর্ধনা জানানো হয় এদিন ।
উল্লেখ্য ২০১৭ সালে মাউন্ট দেওটিব্বা ও ২০১৯ সালে মাউন্ট চন্দ্রভাগা-১৪ শৃঙ্গে জলপাইগুড়ির বিজয় পতাকা উড়িয়ে দিয়েছিলেন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির অভিযাত্রীরা। শহরের বাবুপাড়া সুভাষ ভবনে পর্বতারোহীরা তাঁদের অভিযানের দুঃসাহসিক গল্প, ছবির স্লাইড ও ভিডিও শো এর মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন ।
আরও পড়ুনঃ ভার্চুয়াল মাধ্যমে বালুরঘাটে নতুন শিল্প পার্ক স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দেওটিব্বা অভিযানে সংবর্ধনা দেওয়ায় হয় ভাস্কর দাস (দলনেতা), দীপঙ্কর সেন, জয়ন্ত সরকার, সুজয় বণিক, বিশাখা শর্মা, সোহিনী রায়, অমিত দাস ও মুজিবর শেখ প্রমুখ ব্যক্তিদের । পাশাপাশি চন্দ্রভাগা-১৪ অভিযানে সংবর্ধনা দেওয়ায় হয় ভাস্কর দাস (দলনেতা), দীপঙ্কর সেন, সুজয় বণিক, অমিত দাস, মুজিবর শেখ, বাপি বর্মন, রাজা শীল, সৌরেন সেন, আশিস দত্ত ও দীপঙ্কর পুরকায়স্থকে ।
এছাড়াও অনুষ্ঠানে সম্প্রতি সংস্থা আয়োজিত ডালিম ফোর্ট ট্রেক এর সফল ৮৭ জন ট্রেকার্সকেও সংশাপত্র প্রদান করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক প্রদোষ কুসুম দাস, সহ সম্পাদক মিহির ব্যানার্জী, ধীরাজ সিনহা, উমেশ শর্মা , পুরজিত বক্সী গুপ্ত সহ অন্যান্য ব্যক্তি বর্গ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584