রায়গঞ্জে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন

0
120

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Nature lessons camp at raiganj
নিজস্ব চিত্র

রায়গঞ্জ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ট্রেকিং অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে খুদে পড়ুয়াদের প্রকৃতি সম্পর্কে অবহিত করার জন্য শুরু হল প্রকৃতি পাঠ শিবির।আজ থেকে এই শিবির শুরু হলো।রায়গঞ্জ কুলিক নদীর তীরে দুই দিনের এই শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত।জানা যায় রায়গঞ্জে পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে পরিবেশ,সম্পর্কে সচেতনতা গড়ার পাশাপাশি পর্বত অভিযানের অভিজ্ঞতা,আপদকালীন পরিস্থিতিতে নদী পার হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সেইসঙ্গে পরিবেশের ভারসাম্য বজায়ে রাখতে গাছপালা, পশুপাখি ও জীবজন্তু সংরক্ষণের প্রয়োজনীয়তা জানানো হচ্ছে।
প্রায় দু’শো ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবির চলছে।যেখানে তাবু খাটিয়ে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, করণদিঘি,ডালখোলা,কালিয়াগঞ্জ,হেমতাবাদ ও ইটাহারের ২০টি স্কুলের ৮-১৫ বছরের ৭৪ পড়ুয়া এই শিবিরে সামিল হয়েছেন।উদ্যোক্তারা পক্ষিনিবাস চত্বরে পড়ুয়াদের জন্য ১৪টি তাবু খাটিয়েছেন।অ্যাসোসিয়েশনের ৩০ জন প্রশিক্ষক হাজির রয়েছেন সেখানে।এ দিনের শিবিরে প্রশিক্ষকরা পড়ুয়াদের বিভিন্ন গাছপালা-সহ বক, মাছরাঙা, ময়না, টিয়া, চিল, বাজ, কাকতুয়া ও নানা অজানা পাখিদের চেনানোর কাজ করেছেন।বিকালে পড়ুয়াদের প্রোজেক্টরের মাধ্যমে বাঘ,সিংহ,গন্ডার,হাতি,পক্ষিনিবাসের বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি,কীটপতঙ্গ, জীবজন্তুর ছবি ও ভিডিও ফুটেজ দেখানো হয়েছে।দেখানো হয়েছে সংগঠনের পর্বতারোহণ অভিযানের ভিডিও।সন্ধ্যায় প্রতিটি তাবুর সামনে আগুন জ্বালিয়ে টেলিস্কোপের মাধ্যমে পড়ুয়াদের মহাকাশের বিভিন্ন গ্রহ ও নক্ষত্র চেনানো হয়।

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে প্রকৃতি পাঠ ও সামার ক্যাম্প

এই শিবির প্রসঙ্গে মোহিত সেনগুপ্ত বলেন, “প্রতিবছরই এই স্বেচ্ছাসেবী সংস্থাটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল পড়ুয়াদের প্রকৃতি সম্পর্কে অবগত করতে এই শিবিরের আয়োজন করে। এটি অত্যন্ত প্রশংসনীয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here